রিসালাত সম্পর্কে কুরআনের আয়াত
রিসালাত সম্পর্কে কুরআনের আয়াত
আল্লাহতায়ালার উপর ঈমান আনার সাথে সাথে রিসালাতের উপরও ঈমান আনতে হবে। রিসালাত সম্পর্কে আল্লাহতায়ালা বলেন-
(۱) وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولاً أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا
الطاغوت - (النحل : ٣٦)
(১) প্রত্যেক জাতির মধ্যে আমি একজন রাসূল পাঠিয়েছি, যিনি এই বলে তাদের আহবান জানিয়েছিলেন আল্লাহর বন্দেগী করো এবং তাগুতের আনুগত্য পরিহার করো।
(۲) وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ .
(২) মুহাম্মদ একজন রাসূল ব্যতীত কিছু নন। তাঁর পূর্বেও অনেক রাসূল বিগত হয়েছেন। (আলে-ইমরান-১৪৪)
(۳) قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ *
(৩) হে মুহাম্মদ বলে দাও, আমি তো তোমাদেরই মতো একজন মানুষ মাত্র। তবে (পার্থক্য এই যে) আমার নিকট অহী অবতীর্ণ হয়। (কাহাফ-১১১)
(٤) قُلْ لا أَمْلِكُ لِنَفْسِي ضَرًا وَلَا نَفْعًا إِلَّا مَا شَاءَ اللَّهُ .
(৪) হে মুহাম্মদ বলো। আমার নিজের জন্য কোনো প্রকার লাভ ও ক্ষতির এখতিয়ার আমার নেই। তবে আল্লাহ চাইলে সেটা ভিন্ন কথা। (ইউনুস-৪৯)
(٥) أُوحِيَ إِلَى هَذَا الْقُرْآنُ لِأَنْذِرَكُمْ بِهِ وَمَنْ بَلَغَ .
(৫) আর এ কুরআন আমার নিকট অহী করা হয়েছে, যেনো এর দ্বারা তোমাদেরকে এবং যাদের কাছে তা পৌঁছবে তাদের সকলকে সাবধান করে দিতে পারি। (আনআম-১৯)
(1) وَأَرْسَلْتُكَ لِلنَّاسِ رَسُولاً - وَكَفَى بِاللَّهِ شَهِيدًا .
(৬) আর আমি আপনাকে সমস্ত মানুষের জন্য রাসূলরূপে প্রেরণ করেছি এবং আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। (নিসা-৭৯)
(۷) قُلْ يَأَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا ... ৭) হে মুহাম্মদ ঘোষণা করে দাও, ওহে মানব জাতি। আমি তোমাদের সকলের প্রতি ( আল্লাহর রাসূল। (আরাফ-১৫৮) (۸) هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِيْنِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى
الدِّينِ كُلِّهِ * (৮) তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য জীবন ব্যবস্থাসহ পাঠিয়েছেন, যেনো তিনি এ দ্বীনকে সমস্ত বাতিল ব্যবস্থাসমূহের উপর বিজয়ী করেন। (ফাতাহ-২৮)
(۹) وَمَا أَرْسَلْنَكَ إِلَّا كَافَّةً لِلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا * (৯) হে মুহাম্মদ! আমি তোমাকে সমগ্র মানব জাতির জন্যে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। (সাবা-২৮)
6 (۱۰) لَقَدْ جَاءَكُمْ رَسُولُ مَنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَؤُوفٌ رَّحِيمٌ .
(১০) তোমাদের নিকট একজন রসূল এসেছে, যে তোমাদের মধ্যেরই একজন। তোমাদের ক্ষতি হওয়া তাঁর পক্ষে দুঃসহ কষ্টদায়ক, তোমাদের সার্বিক কল্যাণেরই সে কামনাকারী। ঈমানদার লোকদের জন্য সে সহানুভূতি সম্পন্ন ও করুণাসিক্ত।
কুরআন ও হাদীস সঞ্চয়ন-১ম খন্ড ১৬
(তওবা-১২৮)
(۱۱) إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ - عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ *
( ১১) নিঃসন্দেহে আপনি রসূলগণের অন্যতম। এবং সরল পথের উপর আছেন। (ইয়াসীন-২-৩)
Comments
Post a Comment