তাওহীদ সম্পর্কে কুরআনের আয়াত

 তাওহীদ সম্পর্কে কুরআনের আয়াত

তাওহীদ মানে একত্ববাদ। অর্থাৎ আল্লাহতায়ালাকে এক বলে জানা ও এক বলে স্বীকার করা আল্লাহতায়ালা তাঁর অস্তিত্ব ও গুণাবলীতে সম্পূর্ণ এক ও একক। তার সত্ত্বা সম্পূর্ণ অবিভাজ্য ও অখন্ডনীয়। তাঁর খোদায়ী গুণরাজি সম্পূর্ণ পূত-পবিত্র এবং শুধুমাত্র তাঁরই জন্যে নির্দিষ্ট। তিনি এক ও অনন্য।

(1)

 قُلْ هُوَ اللهُ أَحَدٌ * اللَّهُ الصَّمَدُ ، لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ * وَلَمْ يَكُنْ

لَهُ كُفُوًا أَحَدٌ

 (১) হে নবী বলে দাও, তিনি আল্লাহ এক। আল্লাহ সবকিছু থেকে মুখাপেক্ষী হীন। সবকিছুই তাঁর মুখাপেক্ষী। না তাঁর কোনো সন্তান আছে আর না তিনি কারো সন্তান। তাঁর সমতুল্য কেউই নেই। (ইখলাস)

(۲) وَالْهُكُمْ الهُ وَاحِدٌ - لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ . (২) তোমাদের ইলাহ এক ও একক ইলাহ্। সেই রহমান ও রহীম ব্যতীত আর কোনো ইলাহ নেই। (বাকারা-১৬৩)

(۳) اللهُ لا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ * (৩) তিনি আল্লাহ! তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব চিরস্থায়ী।

(বাকারা-২৫৫)

(٤) قُلْ إِنَّمَا هُوَ الهُ وَاحِدٌ . * (৪) আপনি ঘোষণা করে দিন, তিনি এক ও একক ইলাহ। (আনয়াম-১৯) (٥) إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ .

(৫) প্রভৃত্ব ও সার্বভৌমত্ব শুধুমাত্র আল্লাহর। (আনয়াম-৫৭) (1) لَقَدْ أَرْسَلْنَا نُوْحًا إِلى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَالَكُمْ مِنْ

الله غيره .
(৬) নূহকে আমি তার কওমের নিকট পাঠিয়েছিলাম। সে তাদের বলেছিল, হে আমার জাতির লোকেরা। তোমরা এক আল্লাহর দাসত্ব কবুল করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। (আরাফ-৫৯, হুদ ৫০, মুমেনুন-২৩)

(1) هُوَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ - لَهُ الْحَمْدُ فِي الْأُولَى وَالْآخِرَةِ وَلَهُ

الحكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ *

(৭) তিনি আল্লাহ! তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তাঁরই জন্যে সমস্ত প্রশংসা দুনিয়া ও আখিরাতে। শাসন কর্তৃত্ব ও সার্বভৌমত্ব কেবলমাত্র তারই। এবং তোমরা তাঁরই কাছে ফিরে যাবে। (কাছাছ-৭০)

(1) هُوَ الَّذِي فِي السَّمَاءِ إِلَهُ وَفِي الْأَرْضِ إِلَّهُ وَهُوَ الْحَكِيمُ الْعَلِيمُ

(৮) আসমানেও তিনি এক ইলাহ। যমীনেও তিনি এক ইলাহ। তিনি মহা বিজ্ঞানময়, মহাজ্ঞানী। (যুখরুফ-৮৪)

(1) فَاعْلَمُ أَنَّهُ لَا إِلَهَ إِلا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ

وَالْمُؤْمِنَاتِ 

(৯) হে মুহাম্মদ! জেনে রেখো! আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। তোমার অপরাধের জন্যে তাঁর নিকট ক্ষমা চাও এবং মুমিন নারী ও পুরুষদের জন্যেও। (মুহাম্মদ-১৯)

(۱۰) هُوَ الْحَيُّ لَا إِلَهَ إِلَّا هُوَ فَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ . (১০) তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সুতরাং দ্বীনকে শুধু তারই

জন্যে নির্দিষ্ট করে একনিষ্ঠ মনে তাকেই ডাকো। (মুমিন-৬৫) (۱۱) فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ لَا إِلَهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ

(১১) অতএব অতিশয় মহান ও শ্রেষ্ঠ আল্লাহ! তিনিই প্রকৃত বাদশাহ। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। অতিশয় সম্মানিত আরশের মালিক তিনি। (মুমিনুন-১১৬)

۱۲) اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ . (

(১২) প্রতিটি জিনিসের সৃষ্টিকর্তা কেবলমাত্র আল্লাহতায়ালাই। তিনি এক শক্তির আধার।

(রায়াদ-১৬) 

(۱۳) رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَا إِلَهَ إِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيلاً

(১৩) তিনি, প্রাচ্যে ও প্রাশ্চাত্যের রব। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তাই, তাঁকেই সকল ব্যাপারে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে গ্রহণ করো। (মুযযাম্মিল-৯)

(١٤) وفي الأَرْضِ ايْتُ لِلْمُوْقِنِينَ - وَفِي أَنْفُسِكُمْ - أَفَلَا تُبْصِرُونَ 

(১৪) পৃথিবীর প্রতিটি বিন্দুতে এবং তোমাদের নিজেদের সত্ত্বায় রয়েছে এক লা-শরীক আল্লাহর অস্তিত্বের বিপুল নিদর্শন দৃঢ় বিশ্বাসীদের জন্যে। তোমরা কি তা দেখতে পাওনা? (যারিয়াত ২০-২১)

Source: কুরআন ও হাদীস সঞ্চয়ন

Comments

Popular posts from this blog

সমাজ সংস্কারের আধুনিক পদ্ধতি, সৈয়দ সাদাতুল্লাহ হোসাইনী